মানুষ মানুষকে কতটা ভালবাসলে জীবনের মায়া ত্যাগ করতে পারে। শেখ শাহাজাহান আলী
মানুষ মানুষকে কতটা ভালবাসলে জীবনের মায়া ত্যাগি করতে পারে।
শেখ শাহাজাহান আলী কাছে তার চাক্ষুষ প্রমান। যশোর শহরের অনেক লোক দেখেছেন তিনি সারা
শহর রিক্সা চালান আর তার মুখে থাকে তার স্ব রচিত গান । যা তিনি শেখ মুজিবেুর রহমানকে
নিয়ে লিখেছেন। 45 বছর ধরে রিক্সা চালাচ্ছেন ভাগ্যের কি করুণ দূর্দশা ভাগ্য পরিবর্তন
হয়নি। অসহায় অবস্থা এখন আর রিক্সা চারানোর শক্তি নেই। কিন্তু বুক ভরা ভালবাসা আর মনপুরা
আশা নিয়ে এখনও বেচে আছে এই ভালবাসার মানুষটি। ব্যাক্তি হিসাবে কি তার জীবনের শেষ ইচ্ছা
পূরণ হবে না।তার মুখে বলা কিছু দুঃখের কথা শুনলাম
আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলব। আমি †শখ শাহাজাহান আলী, পিতা- মৃত †শখ ইনছার উদ্দিন, †গাপালগঞ্জ জেলার কাটিদাঁড়ি গ্রামে, জন্ম গ্রহণ করি, বর্তমানে যশোর †জলার †রলগেট এলাকায় বসবাস করছি। আমি ১৯৭১ সালে বঙ্গবন্ধু †শখ মুজিবুর রহমানকে নিয়ে স্ব-রচিত গান †গয়েছি। যা তাঁর কন্যা জননেত্রী †শখ হাসিনার কাছে †পŠছানোর জন্য কয়েক বার ঢাকা গিয়েছি। কিন্তু †চাখের জলে †ভসেছে বুক! পাইনি গন্তব্যস্থল। অনেক †লাকে আমাকে আশার আলো †দখিয়েছে তারা আমাকে প্রধান মন্ত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিবে। কিন্তু তার বাস্তবতা আজও †মলেনি। স্বাধীনতার পর †থকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর ভালবাসা হৃদয়ে পুষে যাচ্ছি। ভালবাসা কখনও প্রতারনা করে না। তাই আশা করি সমাজে এমন †লাক আছে যিনি আমাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবে। আর আমার জীবনের †শষ ইচ্ছা স্ব-রচিত গান প্রধানমন্ত্রীকে †শানার সুযোগ করে দিবে, এই শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমি হৃদয়বান ভাই-†বানের সহযোগিতা চাই।
No comments