“পৃথিবী দির্ঘতম
তালের সারি তৈরীর লক্ষ্যে” এক যুবকের স্বপ্ন হাজার মানুষের কৌতুহল জেগেছে আজি বেজেছে
মাতাল। যেখানে বাধা সেখানে সফলতা, যেখানে স্বপ্ন সেখানে পূর্ণতা, কেন বলতে হল এই কথা?
শুরু থেকে অনেক বাধা অতিক্রম করে আজ এ পর্যন্ত আসতে পেরে অনেক কথাই মনে পড়ে যায়। তবু
কোন দিন হতাশাগ্রস্থ হয়নি। বুকভরা আশা আর স্বপ্ন সারাক্ষণ বসন্তের জানালায় কড়া নেড়েছে।
শুরুতে যারা আমার সাথে ছিল তাদের অনেকেই আজ নেই। হয়তো তারা এখন মনে মনে আফসোস করে কিন্তু
মুখ ফুটে বলতে পারে না। তাই তাদের জন্য বলি হতাশা হবেন না । কারণ আমি এটা পছন্দ করিনা।
আপনাদের জন্য আমরা সর্বক্ষনিক মমতাময়ী। আপনারা আসুন আমরা সবাই মিলে এই মহৎ কাজ করি।
আর নতুনরা যে কোন সময় যে কোন দিন আমাদের সাথে সন্দর্য্পূর্ণ এই কাজে অংশগ্রহন করে আপনিও
হতে পারেন আমাদের এক জন। আমরা এখানে একটি হাদিসের কথা দিয়ে এটুকু বলতে চাই আমাদের কাজ
নিঃসন্দেহ ভাল কাজ। “মুসলিম যে গাছ লাগায় তা থেকে কোন মানুষ, কোন জন্তু এবং কোন পাখী যা কিছু খায়, তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।” (সহীহুল বুখারী ২৩২০,মুসলিম ১৫৫২) শুরু থেকে আমার একার প্রচেষ্টার মধ্যে যারা প্রথম ছিল তাদের নাম
না বললেই নয় এই লিংকে জেনে নিন-http://niemreza.blogspot.com/2015/09/blogpost_13.html
আমাদের এই এক দল যুবকের আপ্রাণ
প্রচেষ্টা 20 কিলোমিটার রাস্তার পাশে তালের চারা রোপন করা শেষ হয়েছে। এখন আমারা আগামী
10 সেপ্টেম্বর 2016 সালে যশোর পুলেরহাট থেকে রাজগঞ্জ হয়ে পাটকেলঘাটা, সাতক্ষীরা। যে
রোড নতুন সংস্কার হয়েছে এই রাস্তা আনুমানিক 70 থেকে 75 কিলোমিটার রাস্তা আমরা তাল গাছ
লাগানোর উদ্যোগ নিয়েছি। যে হেতু আমরা পৃথিবীর দির্ঘতম তালের সারি তৈরী করতে চাচ্ছি,
তাই এই 75 কিঃ ও আমাদের আগের 20 কিঃ মোট 95 কিঃ মিঃ রাস্তা সমাপ্ত করতে পারলে হয়তো
আমরা একদিন সফল হতে পারব। আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিবে। আমরা চাই আমাদের স্বপ্নের
সাথে আপনিও স্বপ্ন দেখুন এবং আমাদের সাথে কাজ করুন। যদি আপনি বাংলাদেশের অন্য কোন প্রান্তে
থেকে থাকেন তবে কি করবেন? আমাদের 01818 655090 নং যোগাযোগ করুন। আমরা আপনার মাধ্যমে
সেখান থেকেও কাজ শুরু করব। কারণ আমাদের “পৃথিবী
দির্ঘতম তালের সারি তৈরীর লক্ষ্যে” শুধু এটাই লক্ষ নয়! “একটি বৃক্ষ হতে পারে আপনার
জীবনের রক্ষা কবচ” শুধু কি আমরা তাল গাছ লাগাব? না আমরা ইতি মধ্যে 200 বাসা বাড়িতে
ফলজ বৃক্ষ দিয়ছি। অতএব আমরা সকল গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকি। পরিবেশের
ভারসম্য রক্ষার্থে আমাদের এই সৎ সাহসের কাজ কিরছি। এটা সম্পূর্ণ সমাজ সেবার ও পর সেবার
উদ্যেষে, নিজের জন্য নয়। আমরা সকলে জানি গাছ আমাদের পরম বন্ধু , কারণ যাদের ঈশ্বরে
বিশ্বাস নেই তারাও এই বৃক্ষ থেকে নিঃশ্বাস নিয়ে বেচে থাকে। আপনার একটি ভাল কাজ আপনার
জীবন সার্থক করে দিতে পারে। ভাল কাজ করার মজাটাই আলাদা। সিরাজগঞ্জ আজগর ভাই তার কথা
না বললেই নয়। তার সাথে কথা বলে আমার জীবনের একটা বড় ভুল ভেঙ্গে গেল। তার কাছে প্রশ্ন
করলাম ভাই আপনি যে গাছ লাগান অনেকেই তো ডাল, পাতা, এমন কি গাছও কেটে নিয়ে যায় । তিনি
উত্তর দিলেন এগুলো করে তারা নিশ্চয় উপকৃত হয় আর আমার উদ্যেশ্য তারা লাভবান হউক।এটাই
আমার আনন্দ। সে দিন বুঝলাম মানুষ কত মহৎ হতে পারে । তাই আমাদের এই প্রচেষ্টার ফল হয়তো
লক্ষ্ মানুষ ভোগ করবে আর সেটাই আমার আপনার সার্থকতা। আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে
শেষ করি। ভাল থাকবেন এই কামনাই করি।
No comments