কথাটা অনেক আগেই বলেছি, তখন আমাকে অনেকে পাগল বলেছে, কিন্তু আসল ব্যপার টা হল ধরি মাছ না ছুঁই পানি, সকল কিছুর মুলে সরকার, একথা বলতে আমাকে বলা হল কি ভাবে সরকার কি আসলামের বিরুদ্ধে কাজ করে? করে না করায়! আজ যদি ছবি আঁকা বাধ্যতামুলক হয়, “ইসলাম শিক্ষার নান পরিবর্তন করে নৈতিকতা শিক্ষা” বয়ের মধে কালার ছবি দিয়ে বিভিন্ন বিষয় বোঝানো হয়, ছবি দিয়ে যদি ভাষা বোঝানো হয় (যদিও আমরা ছবি/ আকৃতি ছাড়া পড়ি) তবে কেন? এটা কার কাজ, কে আছে এর মূলে? যদি বলি সরকার! অপরাধ হবে? যদি বলি দেশের শিক্ষার হার100% করেছে সরকার তবে অপরাধ নেই! তাই একজন শিশুকে গড়ে তোলার দায়িত্ব আমাদের , তারা যেন এই পাপ কর্ম থেকে দুরে থাকে সে দিকে খেয়াল রাখবেন। 100% শিক্ষা দিয়ে দেশের কোন লাভ হবে না, মশায়, বিধর্মী অনুষ্ঠান আর সাংস্কুতি এটাই হল বড় শিক্ষা? ধর্ম কোথায় থাকল? ইসলামের উপর কোন নৈতিকতা হতে পারে না , সেখানে কি নৈতিকতা শিখাতে চান? যে মুসলিম শিশুটি ইসলাম বুঝলনা সে বুঝল নৈতিকতা, যদিও ইসলাম থেকে নৈতিকতা এসেছে, কিন্ত নৈতিকতা থেকে ইসলাম নয়। 8ম শ্রেণীর ইসলাম শিক্ষা 5ম অধ্যায়ে পিতা মাতার মর্যদা পড়েছি সেখানে এখন দেওয়া হয়েছে নৈতিকতা শিক্ষা, 6ষ্ঠ অধ্যায়ে পড়েছি হালাল হারাম সেখানে ঠিক আছে, কিন্তু সমসা আমরা পড়েছি আল্লাহ বেতিত অন্য কোন কিছুর নামে পশু কুরবানী করা হারাম, সেখানে দেওয়া হয়েছে, দেব দেবীর নামে পশু জবােই করা হালাল, বিষয় কি বোঝাতে পারলাম? এটাই হল মুল বেপার, এভাবেই গড়ে উঠছে আপনা আমার সন্তান।
No comments